রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৮ পূর্বাহ্ণ

দ্বন্দ্ববিবাদ

চোখ থাকলেও অন্ধ থাকি

মুখ রেখেছি বন্ধ

চোখ ও মুখের সাথে না হয়

চলতো নানা দ্বন্দ্ব।

 

দিন চলে যায়, মাস চলে যায়

আসে নতুন বর্ষ

নতুন করে বাড়তে থাকে

সংঘাতে সংঘর্ষ।

 

দ্বন্দ্ববিবাদ লেগেই আছে

চলছে সারা বঙ্গে

দুঃসময়ের মাঝে কি কেউ

থাকতে পারে রঙ্গে!

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি-ঢাকা’র মেজবান ও মিলনমেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধজীবনী সাহিত্যের সূচনা