রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চাপ

কোথাও দীক্ষা কোথাও ভিক্ষা

কোথাও চলছে ধিক্কার

কোথাও চলছে সেরকম কাজ

ভালো ও মন্দ শিক্ষার।

 

হাল ধরে রাখে কোনো কোনো নেতা

পাল ধরে চলে কেউ কেউ

বঞ্চিতদের সঞ্চিত নেই

কেউ করে তাই ঘেউ ঘেউ।

 

কষ্টের ঢেউ মানুষের বুকে

বাজারে পড়েছে চাপটা

কার কত দুখ যত ধুকপুক

বোঝানো যাবে না মাপটা।

পূর্ববর্তী নিবন্ধমানব কল্যাণে জিয়াউল হক মাইজভান্ডারীর অবদান স্মরণীয়
পরবর্তী নিবন্ধকর্ণফুলী তীরে একঝাঁক সিন্দাবাদ