কাজ যে–রকম
ফল সে–রকম
যে যেরকম খাবে দাবে
সে সেরকম বল পাবে,
যে যেরকম কাজ করবে
সে সেরকম ফল পাবে।
যার রয়েছে আর্থ–স্বার্থ
চাইলে তেমন দল পাবে
মিছিল থেকে মিটিং থেকে
লক্ষ লোকের ঢল পাবে।
কাজ যেরকম সাজ সেরকম
তৃষ্ণা মেটার জল পাবে
কাজ যদি হয় এলোমেলো
মালার বদল মল পাবে।