আমরা আছি
কেউ বলছে, এগুচ্ছে দেশ
হচ্ছে ধীরে স্বনির্ভর–
কেউ বলছে, যুগটা খারাপ
করছে মাথায় শনির ভর।
কেউ বলছে, যায় না চেনা
শত্রু কে বা বন্ধু কে
কেউ রয়েছে ভালোবাসায়
ভয় নেই তাই বন্দুকে!
নিশ্চয়তা নেই কোথাও
তবুও সবাই চলছে বেশ–
তার ভেতরে আমরা আছি
এগিয়ে চলে বাংলাদেশ।











