রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ১১:৪২ পূর্বাহ্ণ

যুগটা এমন

কিছু কিছু লোক বেপরোয়া খুব

আদবের ধার ধারে না

দুর্ভাগাদের মন্দ কপাল

শত্রুরা পিছু ছাড়ে না।

একজন যায়, একজন আসে

চিন্তিত কেউ, কেউ কেউ হাসে

যত কাজ করো, যত সৎ থাকো

দুর্নাম ছাড়া নাম নেই

কুৎসা রটাবে, কাহিনি রচাবে

নিজের লোকের সামনেই।

যুগটা এমন মেনে নিতে হয়

এভাবে জীবন টেনে নিতে হয়।

পূর্ববর্তী নিবন্ধআমার দেশ আমার শহর
পরবর্তী নিবন্ধষড়ঋতুর চাটগাঁইয়া গান