পেটে ক্ষুধা
এদিকে গেলেই সে–ই রেগে যায়
ওদিকে গেলেই ওরা ব্যথা পায়
কাকে কাকে তুষি, কাকে করি খুশি
চিন্তায় কাটে দিনটাই
হাসি রাশি রাশি ভালোবাসাবাসি
হলো নাকি সব ছিনতাই!
কী যে চলে পাশে বুঝি না পষ্ট
বুঝতে গেলেই পাই কী কষ্ট
দুর্মূল্যের এ বাজারে বড়
কষ্টে নিজেকে সামলাই–
পেটে ক্ষুধা নিয়ে মোকাবেলা করি
জীবনের সব ঝাম্লাই।