রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:৪১ পূর্বাহ্ণ

গাধা ঘোড়া

কে সাদা? কে আধা?

কে গাধা?-তালিকায়,

ভুল যদি ঘটে যায়

বিচারক গালি খায়।

তালি পায় কেউ যদি

ঠিক ঠিক কিক্‌ করে

সাফল্যে ফোটে মন

হেসে ওঠে ফিক করে।

গাধারা তো কাদা মেখে

ঘোলা জল পান করে

ঘোড়ারা তো বাধাহীন

প্রাণ খুলে গান করে।

গাধা ঘোড়া তবু দেশে

একসাথে বাস করে

ঘোড়াদের পাশাপাশি

গাধারাও পাশ করে।

পূর্ববর্তী নিবন্ধসিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নির্বাচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধখাই খাই