সর্বমহলে বোধোদয় হোক
কিছু মানুষের মুখোশ খুলেছে
চিনে গেছি তারা কারা
কাদের স্বার্থে তারা হেঁটে যায়
ফেনী থেকে লোহাগাড়া।
এখন সময় মানুষ চেনার
এখন সময় মানুষ কেনার
কেউ আসে একা, কেউ দলে দলে
কেউ নয় আজ শান্ত
যতটুকু বলা–যতদূর চলা
পুরোটাই দিকভ্রান্ত।
ওরা চেয়েছিল ওদের পাওনা
ওরা চেয়েছিল সাম্য
তিল থেকে তাল হয়ে গেছে আজ
এতোটা ছিল না কাম্য।
সর্বমহলে বোধোদয় হোক
কেটে যাক সব ভ্রান্তি
নিজ শক্তিতে দাঁড়াক এদেশ
আসুক সুখ ও শান্তি।