রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৫:০৮ পূর্বাহ্ণ

সর্বমহলে বোধোদয় হোক

কিছু মানুষের মুখোশ খুলেছে

চিনে গেছি তারা কারা

কাদের স্বার্থে তারা হেঁটে যায়

ফেনী থেকে লোহাগাড়া।

এখন সময় মানুষ চেনার

এখন সময় মানুষ কেনার

কেউ আসে একা, কেউ দলে দলে

কেউ নয় আজ শান্ত

যতটুকু বলাযতদূর চলা

পুরোটাই দিকভ্রান্ত।

ওরা চেয়েছিল ওদের পাওনা

ওরা চেয়েছিল সাম্য

তিল থেকে তাল হয়ে গেছে আজ

এতোটা ছিল না কাম্য।

সর্বমহলে বোধোদয় হোক

কেটে যাক সব ভ্রান্তি

নিজ শক্তিতে দাঁড়াক এদেশ

আসুক সুখ ও শান্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্রদের একদফা দাবি মানা কখনোই সম্ভব না
পরবর্তী নিবন্ধমাহবুব ভাই