রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৮ জুলাই, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

তেল আর বাঁশ

একবার বুকে টানে

পরে মারে কিক

বাঙালির চরিত্রে

এটা বড় দিক।

আরো নানা দিক আছে

সকলেই জানে

নিজেরা বাঙালি তবু

মানে সবখানে।

আরেকটা দিক আছে

চোখে পড়ে বেশি

পেশীজোর বেড়ে গেলে

কমে মেলামেশি।

মেলামেশি যা’ই হোক

বলে ইতিহাস

হয় লোকে তেল দেয়

নয় দেয় বাঁশ’।

পূর্ববর্তী নিবন্ধফল মণ্ডিতে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পরবর্তী নিবন্ধমেঘ পাহাড় আর সবুজের গালিচায় ঢাকা সাজেক ভ্যালি