রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ২৪ জুলাই, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

কিছু মানুষ

দৌড় তার বড়জোর

আন্দরকিল্লা

তবু সব পেতে চায়

খেতে চায় গিল্লা।

কিচ্ছু তো জানে না সে

আল্লা বিল্লা

সব কাজে ভুল করে

ইন্না লিল্লাহ।

.

ঋণের টাকায় দিন চলছে

আয়রে প্রাণটা বাঁচা রে,

দিন চলছে ধরে ধরে

মামা খালু চাচারে।

সবাই দেখি লাথির কাঁঠাল

হয় না ক্ষতি আছাড়ে,

এরই মাঝে কিছু মানুষ

মিছা বানায় হাছারে।

পূর্ববর্তী নিবন্ধড. আবদুল করিম : মধ্যযুগের বাংলার ইতিহাস চর্চার পথিকৃৎ
পরবর্তী নিবন্ধকর্ণফুলী নদী ও এলোমেলো স্মৃতির উপাখ্যান