রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৫ জুন, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

দিতে পারলেই ভালো

যতো দিতে পারো ততো ভালো তুমি

দিতে না পারলে মন্দ

বাদ নামধাম হবে দুর্নাম

মুখ চাওয়াচাওয়ি বন্ধ।

স্বার্থের চাকা ঘুরতে থাকবে

উড়তে থাকবে পাখনা

একে একে সব খুলতে থাকবে

মিথ্যার যতো ঢাকনা।

কিছুই করার থাকবে না প্রিয়

চোখ থাকতেও অন্ধ

বিতরণ হবে একানে ওকানে

ময়লার কালো গন্ধ।