রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ২৯ মে, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

আজ্ঞা

যা বলে তা শুনতে হবে

জানাতে হয় আজ্ঞা

তা না হলে চতুর্মুখী

আসবে নিষেধাজ্ঞা।

সবসময়ে হুজুর হুজুর

বন্ধ লম্ফঝম্ফ

একটু এদিক ওদিক হলেই

বাড়াবে হৃৎকম্প।

বিপদ এলে কেউ থাকে না

ভাইবেরাদর কাক্কা,

সামলাতে হয় নিজকে নিজে

সমস্ত ঢেউধাক্কা।