মাথা ঘামানো
হুজুগের যুগে হুজুগে চলছি
সকলের সাথে আমিও
পুত্রের সাথে পিতাও চলছে
বউয়ের সঙ্গে স্বামীও।
চাচার সঙ্গে চাচিও চলছে
মামার সঙ্গে মামিও
একেকটা পথ একটার চেয়ে
আরেকটা বেশ দামিও।
কেউ নেই দেশে বলবে সে হেসে
এবার চলাটা থামিও
সব দেখে শুনে স্বপ্নকে বুনে
মাথাটা তোমার ঘামিও।











