রাশিয়ার তৈরি একক ডোজের স্পুটনিক লাইট ভ্যাকসিনের প্রথম ব্যাচ শিগগিরই নাগরিকদের মধ্যে বিতরণ করা হবে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসকো শনিবার একথা জানান। মুরাসকো বলেন, চলতি মাসের শেষ নাগাদ ব্যবহারের জন্য ২৫ লাখ ডোজ ভ্যাকসিন তৈরি হবে।
তিনি বলেন, যারা কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন এবং যারা ছয় মাস বা আরো আগে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের ইমিউনিটি জোরদারে এই ভ্যাকসিন দেয়া হবে। খবর বাসসের।
ভয়ঙ্কর সংক্রামক ডেল্টা ভেরিয়ান্ট দ্রুত ছড়িয়ে পড়ায় রাশিয়ান কর্তৃপক্ষ পুনরায় ভ্যাকসিন গ্রহণে জনগণকে উৎসাহিত করছে। রাশিয়ার গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব ইপিডিমিওলোজি অ্যান্ড মাইক্রোবায়োলোজি উদ্ভাবিত স্পুটনিক লাইট ভ্যাকসিন চলতি বছরের মে মাসে দেশটিতে ব্যবহারের জন্য কতৃপক্ষের অনুমোদন পেয়েছে।