রাশিয়া ছাড়লেন কিম, উপহার পেলেন ড্রোন

| সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৪৯ পূর্বাহ্ণ

উত্তর কোরীয় নেতা কিম জং উন রোববার রাশিয়া ছেড়েছেন। ব্যক্তিগত সাঁজোয়া ট্রেনে তিনি রাশিয়া ছাড়েন। রুশ বার্তা সংস্থাগুলো প্রতিবেদনে বলছে, সফর সমাপ্ত হয়েছে। এই সফরে সামরিক বিষয়ে বড় পরিসরে নজর দেওয়া হয়। করোনাভাইরাস মহামারির পর এটি কিমের প্রথম সরকারি বিদেশ সফর। এই সফর পশ্চিমাদের ভয়কে উসকে দিয়েছে। তাদের ভয়, মস্কো ও পিয়ংইয়ং নিষেধাজ্ঞা অমান্য করবে এবং একটি অস্ত্র চুক্তি করবে। বার্তা সংস্থা আরআইএ নভোস্তি রাশিয়া থেকে কিমের প্রস্থানের একটি ভিডিও প্রকাশ করেছে। এটি বলছে, প্রস্থান অনুষ্ঠান আর্তিয়মপ্রিমোরস্কি১ স্টেশনে অনুষ্ঠিত হয়। খবর বাংলানিউজের।

বার্তাসংস্থা তাস বলছে, কিমের ট্রেনটি সীমান্তের দিকে প্রায় ২৫০ কিলোমিটার দূরত্বে যাচ্ছে। ভিডিও ফুটেজে দেখা যায়, রাশিয়ার প্রতিনিধিদলের দিকে হাত নেড়ে বিদায় জানাচ্ছেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন, খনিজ সম্পদমন্ত্রী আলেঙান্ডার কোজোলভ। রোববার সকালে বার্তাসংস্থা তাস জানিয়েছিল, কিমকে আঞ্চলিক গভর্নরের পক্ষ থেকে উপহার হিসাবে পাঁচটি বিস্ফোরক ড্রোন, একটি রিকনেসান্স ড্রোন এবং একটি বুলেট প্রতিরোধী পোশাক দেওয়া হয়।

 

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে বেসামরিক বিমান চলাচলের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন নারী
পরবর্তী নিবন্ধফের ১০০ ডলারের পথে জ্বালানি তেল, বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ