রাশিয়ার ভূখন্ডে ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনারা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম কিয়েভের সেনারা শত্রুভূমির অনেকখানি ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে। খবর বিডিনিউজের।
রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সেনারা গত সপ্তাহে মঙ্গলবার হঠাৎ করেই ঢুকে পড়ে। এরপর সাত দিনে কুর্স্কে ইউক্রেন আক্রমণাত্মক অভিযান চালিয়ে এসেছে বলে জানিয়েছেন কমান্ডার ওলেক্সান্দর সিরস্কি। প্রথমে কুর্স্কে ঢোকার পর ইউক্রেইনের সেনারা রাশিয়া ভূখন্ডের ১৮ মাইল (৩০ কিলোমিটার) এলাকায় অগ্রসর হয়। আর এখন ইউক্রেনের কমান্ডার ইন চিফ বলছেন, তাদের বাহিনীর দখলে রয়েছে রাশিয়ার ভূখন্ডের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা। যদিও তাদের এই দাবি নিয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক একটি থিংকট্যাংক ইনস্টিটিউট বলেছে, তারা মনে করে না যে, এই পুরো এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে। ইউক্রেনের সেনারা কুর্স্কে ঢোকার পর সেখানকার ২৮ টি গ্রাম দখলে নিয়েছে বলে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠককালে সোমবার জানান কুর্স্কের ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেক্সেই শ্রীমভ। ১২ জন নিহত হওয়ার কথাও জানান তিনি। লড়াইয়ের মুখে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার খবরও পাওয়া যাচ্ছে।
শ্রীমভ বলেছেন, রাশিয়ার নেতাকে ইউক্রেন জানিয়েছে যে, তাদের সেনারা রাশিয়ার ভূখণ্ডে ১২ কিলোমিটার এলাকায় অগ্রসর হয়েছে এবং ৪০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া অন্যের কাছে যুদ্ধ নিয়ে এসেছিল এখন সে যুদ্ধ তাদের কাছেই ফিরে যাচ্ছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এই আক্রমণকে বড় ধরনের উস্কানি আখ্যা দিয়েছেন এবং শত্রুদেরকে রাশিয়ার বাইরে বের করে দেওয়ার জন্য রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার মাটিতে ইউক্রেনীয় সেনাদের এই অগ্রযাত্রা ইউক্রেনীয়দের মনোবল বাড়ালেও এ যুদ্ধকৌশল নেওয়ার কারণে ইউক্রেন নতুন করে বিপদে পড়তে পারে। রাশিয়া এই অভিযানের জবাবে ইউক্রেনের জনগণ ও অবকাঠামোর ওপর হামলা দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে এমন ঝুঁকি আছে বলে বিবিসি–কে জানিয়েছেন উর্ধ্বতন এক ব্রিটিশ সামরিক কর্মকর্তা।