রাশিয়ার জন্য লুট করা শস্যবাহী জাহাজ জব্দ করল ইউক্রেন

| শুক্রবার , ১২ জুলাই, ২০২৪ at ৫:২৬ পূর্বাহ্ণ

ইউক্রেন একটি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ আটক করেছে। দেশটি বলছে, জাহাজটি রাশিয়াঅধিকৃত ক্রিমিয়া থেকে চুরি করা ইউক্রেনীয় শস্য পরিবহন করছিল। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) বৃহস্পতিবার বলেছে, তাদের বাহিনী ইউক্রেনের ওডেসা অঞ্চলের কাছে কৃষ্ণসাগরে একটি জাহাজ আটকেছে। খবর বাংলানিউজের।

তারা জাহাজটি জব্দ করছে এবং ক্যাপটেনকে গ্রেপ্তার করছে। উসকো এমফু নামে ক্যামেরুনের পতাকাবাহী জাহাজটি রাশিয়ার জন্য কাজ করে। মধ্যপ্রাচ্যে শস্য রপ্তানিতে এটি ব্যবহৃত হয় বলে জানিয়েছে এসবিইউ। এসবিইউর বিবৃতিতে বলা হয়েছে, গত বছর থেকে সেভাস্তোপলে ক্রিমিয়ান সমুদ্রবন্দরে বারবার নোঙর করা হয়েছে কয়েক টন লুট করা পণ্য তোলার জন্য।

পূর্ববর্তী নিবন্ধমিস এআইয়ের মুকুট পেল কেনজা লাইলি
পরবর্তী নিবন্ধপালাতে থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি স্নাইপারদের গুলি