রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে রাশিয়ার দূরপ্রাচ্যের ভোস্টোচনি কসমোড্রোমে হাত মেলাতে দেখা গেছে। গতকাল বুধবার ক্রেমলিনের প্রচারিত ভিডিও ফুটেজে তাদের হাত মেলাতে দেখা যায়। রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, স্পেসপোর্টে দুজন বাণিজ্য সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। কিম এখানে ট্রেনে এসেছেন। খবর বাসসের।
ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা : এদিকে উত্তর কোরিয়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের প্রাক্কালে দেশটির নেতা কিম জং উন রাশিয়ায় অবস্থান করার সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো। গতকাল দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই কথা জানিয়েছে।
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে অজ্ঞাতনামা এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।