ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন–অধিকৃত কুর্স্ক অঞ্চল রাশিয়াকে ফেরত দেবেন তিনি। তবে এর জন্য শর্ত হচ্ছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়াকে আলোচনার টেবিলে নিয়ে আসার উদ্যোগ নিতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর কেবল তাই নয়, কুর্স্কের বদলে ইউক্রেনকে ফেরত দিতে হবে রাশিয়া–অধিকৃত ভূখণ্ডও। মঙ্গলবার ব্রিটিশ ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জেলেনস্কি এসব শর্ত দেন। তিনি বলেন, আমরা এক অঞ্চলের পরিবর্তে অন্য এলাকা চাই। খবর বিডিনিউজের।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তাদের কাছে সব অঞ্চলই গুরুত্বপূর্ণ। সে কারণে কোনও অঞ্চলের ক্ষেত্রেই অগ্রাধিকার নেই। আলোচনার মাধ্যমে রাশিয়ার সঙ্গে ভূমি বিনিময়ের বিষয়টি চূড়ান্ত করতে চান জেলেনস্কি। রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে আচমকা ইউক্রেনের সেনা ও কিইভপন্থি যোদ্ধারা ঢুকে পড়ে হামলা চালাতে শুরু করেছিল গত বছর আগস্টে। কিইভ শত শত সেনাকে সাঁজোয়া যান, গোলাবারুদ এবং ড্রোন সুসজ্জিত করে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুর্স্ক অঞ্চলে পাঠায়। অনুপ্রবেশকারীদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াইও হয়। লড়াইয়ে ইউক্রেনের সেনারা সেখানকার বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ওদিকে রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া উপদ্বীপের দখল নেয়। তারপর ২০২২ সালে সেপ্টেম্বরে দোনেৎস্ক, লুহানস্ক ও জাপোরিজিয়াসহ মোট চারটি এলাকায় গণভোট করেন রুশ প্রেসিডেন্ট পুতিন।