চট্টগ্রামের রামু, হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। এতে আহত হয়েছেন আরও চারজন। গতকাল শনিবার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। কক্সবাজার প্রতিনিধি জানায়, রামুর গর্জনিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে বদর মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ক্যাজরবিল এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বদর মিয়া একই এলকার মৃত মোক্তার আহমদের ছেলে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্র জানায়, বদর মিয়া ইজিবাইকযোগে বাড়ি থেকে গর্জনিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় দৌঁড়ে আসা একটি শিশুকে বাঁচাতে গিয়ে ইজিবাইক উল্টে যায়। এতে বদর মিয়া ও চালক রতন চন্দ্র নাথ আহত হন। বদর মিয়াকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রাজেস বড়ুয়া বলেন, ইজিবাইক উল্টে এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন। কোনো অভিযোগ ও আপত্তি না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হাটহাজারী প্রতিনিধি জানায়, হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় রাম প্রাসাদ দাস (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রীঘাটা নামক এলাকায় চট্টগ্রাম–হাটহাজারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক উপজেলার চৌধুরীহাট এলাকার শান্ত দাসের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে হাটহাজারীমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে একইমুখী বেপরোয়া গতির বালুবোঝাই ড্রাম ট্রাক পেছন থেকে চাপা দিলে দুমড়ে–মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক রাম প্রাসাদ দাস প্রাণ হারায়। ঘটনার পর ঘাতক ট্রাক ড্রাইভার ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাঙ্গুনিয়া প্রতিনিধি জানায়, রাঙ্গুনিয়ায় টমটম উল্টে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন। নিহতের নাম মোহাম্মদ ফারুক (২২)। গতকাল শনিবার ভোরে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার সরফভাটা ইউনিয়নের গোডাউন এলাকার বাসিন্দা জাফর আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টমটমটি উপজেলার সরফভাটা গোডাউন এলাকা থেকে চন্দ্রঘোনা বুইজ্জের দোকান থেকে জ্বালানি কাঠ আনতে যাচ্ছিল। যাওয়ার পথে থানার সামনে এলে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে চারজন আহত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।