কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে তিনি উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পাহাড় চূড়ায় অবস্থিত বিমুক্তি বিদর্শন কেন্দ্রে যান এবং বিহারে স্থাপিত দেশের সর্ববৃহৎ ভূবন শান্তি ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি পরিদর্শন করেন। এ সময় ভারতের সেনা প্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) কঙবাজার এরিয়া মেজর জেনারেল আহমদ তাবরেজ শামস্ চৌধুরীসহ রামু সেনানিবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের সেনা প্রধান ও বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি দল ভাবনা কেন্দ্রে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের পরিচালক করুণাশ্রী থেরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া জানান, ভারতের সেনা প্রধান এখানে প্রায় আধা ঘন্টা অবস্থান করেন।











