রামুতে ২ কোটি ২৮ লাখ টাকার আইসসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ৩:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে এবার ২ কোটি ২৮ লাখ টাকার আইসসহ ২ মাদক কারবারি আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে মরিচ্যা চেক পোষ্টে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

বিজিবি জানায়, মাদক পাচার রোধে মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল কার্যক্রম জোরদার করা হয়। বিজিবির কাছে খবর আসে থাইংখালী হতে কক্সবাজারগামী অটোরিক্সা নিয়ে ২ জন মাদক কারবারি আসছে। এই খবরে ওই অটোরিক্সা চেকপোষ্টে পৌঁছলে তল্লাশী শুরু হয়। এসময় দুই যাত্রীর ব্যাগ তল্লাশী করে ৪৫৭ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৫ হাজার ৫০ হাজার টাকা।

আটকরা হলেন— উখিয়া থাইংখালীর নুর মোহাম্মদের ছেলে আবদুর রহিম (২০) ও হাশিম উল্লাহর ছেলে আনছার উল্লাহ (২০)। তারা দুজনেই রোহিঙ্গা।

আটক আসামীদের ক্রিষ্টাল মেথ আইস ও অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত : উখিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধমিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না : কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী