রামুর ফতেখারকুল ইউনিয়নের হাইটুপী এলাকায় বিজয় বড়ুয়া (২৭) নামে যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। বিজয় ওই এলাকার বিদ্যুৎ বড়ুয়া প্রকাশ আপ্পির ছেলে।
ফতেখারকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, বিজয় দেশের বাইরে থাকতেন। বাড়ির পাশে নিজেদের খামারের একটি গাছে ঝুলে আত্মহত্যা করেছেন। দুপুর ১২টার দিকে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। রামু থানার ওসি এ কে আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।