রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

স্বর্ণ ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

রামু প্রতিনিধি | সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৪:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে পুকুরে ডুবে মোহাম্মদ ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কমল ধর (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী। গতকাল রোববার উপজেলার কাউয়ারখোপ ভিলেজার পাড়া ও দক্ষিণ মিঠাছড়ির পূর্ব উমখালী ধরপাড়ায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা পৌনে ১টায় কাউয়ারখোপ ইউনিয়নের ভিলেজারপাড়া এলাকায় গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ হারান ওই এলাকার সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ ইসলাম (১৭)। কাউয়ারখোপ ইউপি সদস্য হাসান তালুকদার জানান, নিহত মোহাম্মদ ইসলামসহ ৩ বন্ধু নৌকা নিয়ে পুকুরে খেলায় মেতে উঠে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। এতে দুই বন্ধু প্রাণে রক্ষা পেলেও পানিতে ডুবে যায় মোহাম্মদ ইসলাম। স্থানীয় লোকজন আধঘণ্টা খোঁজাখুঁজির পর মোহাম্মদ ইসলামকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব উমখালী ধরপাড়া এলাকায় নিজ বাড়ির কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় স্বর্ণ ব্যবসায়ী কমল ধরের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার অতিথি ধরের ছেলে।

কমল ধরের স্ত্রী সুমী ধর জানান, সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা দেখতে পান তার স্বামী গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলছে। পরে বিষয়টি সবাইকে জানানো হয়। সুমী জানান, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত ও সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তার স্বামী। এ অবস্থায় পরিবারের সদস্যদের সাথেও তিনি বিভিন্ন সময়ে অসংলগ্ন আচরণ করতেন। নিহত কমল ধরের ১২ বছর বয়সী ছেলে ও ১৩ বছরের মেয়ে সন্তান রয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআগামী বর্ষার আগেই চালু হবে সব স্লুইচ গেট
পরবর্তী নিবন্ধসারা দেশে ডেঙ্গুতে দুই সপ্তায় মৃত্যু ১৮০