রামুতে পাহাড়ি ঢলে শিশুর মৃত্যু, নিখোঁজ ৫

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৬:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে ইসফাম () নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও পাঁচজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ইসফাম ওই ইউনিয়নের সমিতি পাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে। এছাড়াও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন জায়গায় আরও পাঁচ জনের ভেসে গিয়ে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এক শিশু ভেসে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ভারী বর্ষণে কঙবাজারে হঠাৎ করে বন্যা দেখা দিয়েছে। বিরতিহীন বৃষ্টির কারণে রামুর ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে।

এদিকে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কঙবাজারের কয়েকটি উপজেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে তিন লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গতদের সহযোগিতা করতে সবধরনের কার্যক্রম চলছে বলে জানান কঙবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

পূর্ববর্তী নিবন্ধনিজেকে টপকে ইতিহাস গড়লেন মার্কিন সাঁতারু লেডেকি
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টার মধ্যে সবার মুক্তির দাবি, ‘দ্রোহ যাত্রা’র ঘোষণা