রামগড় চা বাগান শ্রমিকদের সড়ক অবরোধ

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৩:৫১ অপরাহ্ণ

রামগড় চা বাগান শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কাজে ফিরেনি। আজ মঙ্গলবার সকালে তারা খাগড়াছড়ি-ফেনী মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। খবর পেয়ে আন্দোলন ও সড়ক অবরোধ নিরসনে ঘটনাস্থলে ছুটে গেছেন ফটিকছড়ি ইউএনও সাব্বির রহমান সানি।

সংকট নিরসনে ফটিকছড়ির ইউএনও, ভূজপুর থানার ওসি, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ চা শ্রমিক নেতাদের সাথে বৈঠক চলছে বলে জানান চা শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম ভ্যালীর সভাপতি নিরঞ্জন নাথ মন্টু।

স্থানীয় সূত্র জানায়, চা শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধের কারণে সড়কে প্রচুর যানযট সৃষ্টি হয়।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরের বাসিন্দাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যোগাযোগ বন্ধ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অবৈধ কাঠ জব্দ, জরিমানা