রামগড়ে মৈত্রী সেতু পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল

খাগড়ছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে বারৈয়ারহাট হেয়াকো-রামগড় আঞ্চলিক মহাসড়কের নির্মাণাধীন ৮টি সেতু, ৮টি কালভার্ট, ১ টি এঙেল লোড কন্ট্রোল স্টেশন সহ রামগড়-সাব্রুম মৈত্রী সেতু নির্মাণকাজ পরিদর্শন করেছেন জাইকার উচ্চ পর্যায়ের জাপানি দুই নাগরিকসহ বাংলাদেশ ক্রসবর্ডার কর্মকর্তারা। গতকাল বুধবার সকাল ১১টায় রামগড়-সাব্রুম মৈত্রী সেতু ১ ও রামগড় ফেনীরকুল এঙেল লোড কন্ট্রোল স্টেশন পরিদর্শন করেন কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্টের প্রধান সমন্বয়ক ইউহু হেয়াখাওয়া এবং প্রজেক্ট পরামর্শক মাসাটোমা টোইওড়া। এর আগে কর্মকর্তারা বারৈয়ারহাট-রামগড় সড়কে নির্মাণাধীন ৮টি সেতু ও ৮টি কালভার্ট পরিদর্শন করেন। পরিদর্শনদলে বাংলাদেশ ক্রসবর্ডার প্রজেক্ট ডাইরেক্টর আতিকুল হক ছাড়াও জাইকা বাংলাদেশ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রসবর্ডার প্রজেক্ট ডাইরেক্টর আতিকুল হক জানান, দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা সাপেক্ষে আগামী ফেব্রুয়ারিতে মৈত্রী সেতু উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণ করা হবে। তাছাড়া রামগড়-বারৈয়ারহাট সড়কে নির্মাণাধীন সেতু ও কালভার্ট যথাসময়ে শেষ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসেইলর চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথন প্রতিযোগিতা কাল
পরবর্তী নিবন্ধউত্তরা মোটরসের নতুন গাড়ির হস্তান্তর উৎসব