রামগড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন কামাল

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত একমাত্র প্রার্থী রফিকুল আলম কামাল। গতকাল সোমবার খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো. সাইদুর রহমান স্বাক্ষরিত ঘোষণাপত্রে এ তথ্য জানানো হয়। এ সময় ৬নং ওয়ার্ডে অপর কোন প্রার্থী না থাকায় মো. শামিমকে সাধারণ কাউন্সিলর হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, রামগড় পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মেয়র প্রার্থী রফিকুল আলম কামাল। বিধি মোতাবেক গেজেট প্রকাশের ক্ষেত্রে আইনগত আর কোনো বাঁধা নেই। আগামী ২ নভেম্বর সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. সাইদুর রহমান জানান, রামগড় পৌরসভার নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণের আগে একদিন মক ভোটের মাধ্যমে ভোটারদের ইভিএমের ব্যবহার শেখানো হবে। প্রার্থীরা নির্বাচনে আচরণবিধি মেনে যাতে প্রচারণা চালান, এ বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে এবং আইন প্রয়োগকারী সংস্থা বিশৃঙ্খলা এড়াতে সার্বক্ষণিক নির্বাচনী মাঠে তৎপর রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুদিন পরও হয়নি মামলা
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে বর্ণিল নৌকা বাইচ