রামগড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লা শ উদ্ধার

আজাদী অনলাইন | সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৮:১৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে নুর আলম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশটি রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদের বড় ছেলের। তার রায়হান (১২) ও রাকিব (১০) নামে দুই সন্তান রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (২৩ অক্টোবর) ভোরে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র মসজিদের অযুখানার পাশে মুসল্লিরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশ ও তার স্বজনদের খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় কাউন্সিলর নুর মোহাম্মদ শামিম জানান, নুর আলম দীর্ঘ ২৫ বছর মানসিক ভারসাম্যহীন। সে ওই মসজিদ কোয়াটারের পাশের পরিতাক্ত একটি খোলা কক্ষে থাকতো মাঝে মধ্যে বাড়িতে যেতো।

নিহতের পিতা বীর মুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদ জানান, তার ছেলে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বাগানে মাসিক বেতনে শ্রমিকের কাজ করতো। মানসিক সমস্যা দেখা দিলে কর্তৃপক্ষ তাকে বাগানের চাকরিতে আর নিয়মিত করেনি।

রামগড় থানার উপ-পরিদর্শক মো: জাফর আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মাটি কাটার দায়ে ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বাইক-জিপের সং ঘ র্ষ, ইউপি সদস্যের মৃ*ত্যু