রাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৮

কথা কাটাকাটির জের

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৫:১২ পূর্বাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে জেলা শহরের তবলছড়ি বাজারে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৮ থেকে ১০ জন আহতের খবর পাওয়া গেছে। রাবিপ্রবির শিক্ষার্থীরা জানায়, স্থানীয়দের হামলায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৮১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে তৌহিদুল ইসলাম (২৩), আবরার বিন আমিন (২৩), মো. আজাদ (২৩), অর্জুন মণ্ডল তরুণ (২৪), ইভান আদনান ও দুর্জয় সরকারের নাম জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলামের সঙ্গে মো. রাকিব নামে স্থানীয় এক দোকানদারের কথা কাটাকাটির জেরে হামলার ঘটনা ঘটে। হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। থানার কাছাকাছি এ ঘটনায় পুলিশ আহতদের উদ্ধার করে। পরে রাতেই রাঙামাটি কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে আহত শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।

এদিকে, হামলায় জড়িত ও হামলায় আহত দু’পক্ষই বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে। রাত দেড়টা পর্যন্ত রাঙামাটি কোতোয়ালি থানায় এনিয়ে দু’পক্ষের লোকজনদের নিয়ে আলোচনা হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির কোতোয়ালি থানায় ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, এ ঘটনা নিয়ে তারা থানায় আসেন। রাতে জেলা বিএনপির সেক্রেটারিও আসেন। আমি এজাহার দিতে বলেছি, আইনগত প্রক্রিয়া আগানোর জন্য। তারা নিজেদের মধ্যে সমাধান করবে বলে থানা থেকে বের হন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মেরিন ড্রাইভ সড়কে আবার ভাঙন
পরবর্তী নিবন্ধ৫ আগস্ট অথবা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার