রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৩ জন উপস্থিত এবং ৪৪ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৯২.৩৭ শতাংশ।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান পরীক্ষাকেন্দ্রের কক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে রাবিপ্রবির সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও জিএসটি ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল পয়েন্ট সূচনা আখতার, প্রক্টর সাদ্দাম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রাবিপ্রবি উপাচার্য ড. মো. আতিয়ার রহমান বলেন, যারা পরীক্ষার্থী এসেছে তারা শুধু ছাত্র না আমাদের সামনের দিনের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অংশীদার। তাই তাদের জন্য ক্যাম্পাসে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে একটি চমৎকার ছাত্রবান্ধব ও ইতিবাচক পরিবেশ তৈরি করছি। উল্লেখ্য, আগামী ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফলাফল প্রকাশে স্কোরসহ প্রকাশের দাবি জানান।