রাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৫ শতাংশ

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১১ মে, ২০২৪ at ৬:৫০ পূর্বাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ জেলা শহরের দুইটি উপকেন্দ্রে অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ২০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৪১৯ জন উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির হার ৭৫ দশমিক ৫০ শতাংশ। ৭৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালে রাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. সেলিনা আখতার, প্রোভাইস চ্যান্সেলর (প্রোভিসি) প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি অনুষদের ডিন সহকারী অধ্যাপক ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় ভাইস চ্যান্সেলর ড. সেলিনা আখতার পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক, কর্মকর্তাকর্মচারী ও পরীক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভিসি বলেন, আমরা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবেলভিউ হাসপাতাল ও চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোর সমঝোতা স্মারক চুক্তি
পরবর্তী নিবন্ধআইসিএমএবির সাসটেইনেবল ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স ইকোসিস্টেম বিষয়ক ওয়েবিনার