বাংলাদেশ রাবার বোর্ডের উদ্যোগে ‘রাবার চাষ ও রাবার শিল্পের সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ রাবার বোর্ড’ শীর্ষক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়। জুম প্লাটফর্মে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবার বোর্ডের সচিব (অঃ দাঃ) বিদর্শী সম্বোধি চাকমা। সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বিএফআইডিসি চট্টগ্রাম মহাব্যবস্থাপক মোকছেদুর রহমান, সিলভিকালচার জেনেটিঙ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মাহবুবুর রহমান। এছাড়াও অতিথি হিসাবে সংযুক্ত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব আলম, চিটাগং উইমেন চেম্বার, বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এ্যাসোসিয়েশন, পার্বত্য চট্টগ্রাম আদিবাসী রাবার বাগান মালিক সমিতি, সাংবাদিকদের প্রতিনিধিসহ রাবার বোর্ডের সকল কর্মকর্তা। সভায় রাবার বোর্ডের চেয়ারম্যান ভার্চুয়াল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশে রাবার চাষের সংক্ষিপ্ত ইতিহাস, বাংলাদেশ রাবার বোর্ড প্রতিষ্ঠার প্রেক্ষাপট, পরিবেশ ও আর্থ-সামাজিক উন্নয়নে রাবার চাষের গুরুত্ব তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।