রাফায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৪৫

| মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চীয় শহর রাফায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত ও আরও বহু আহত হয়েছেন। ইসরায়েল এই রাফাকেই একসময় বাস্তুচ্যুত বেসামরিক ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ঘোষণা করেছিল। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আলকিদরা জানান, এ হামলায় ৪৫ জন নিহত ও আরও বহু, যাদের অধিকাংশই নারী ও শিশু, আহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, পশ্চিম রাফার তেল আলসুলতান এলাকায় রোববার রাতে হামলাটি চালানো হয়। খবর বিডিনিউজের।

দুই সপ্তাহ আগে রাফার পূর্বাংশে ইসরায়েলি বাহিনী একটি স্থল অভিযান শুরু করার পর সেখানে থেকে কয়েক হাজার বেসামরিক ফিলিস্তিনি পালিয়ে এই তেল আলসুলতান এলাকায় আশ্রয় নিয়েছিল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাফায় হামাসের একটি কম্পাউন্ডে আঘাত হেনেছে আর সেখানে আঘাত হানতে ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন বোমা ব্যবহার করা হয়েছে’। পশ্চিম তীরের জন্য হামাসের চিফ অফ স্টাফ ও ইসরায়েলে প্রাণঘাতী হামলার পেছনে থাকা আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার জন্য হামলাটি চালানো হয় বলে জানিয়েছে তারা। ওই আঘাত ও তার থেকে শুরু হওয়া আগুনে ওই এলাকায় বেশ কয়েকজন বেসামরিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন প্রতিবেদনগুলোর বিষয়ে আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) সজাগ আছে,” এক বিবৃতিতে বলেছে তারা।

 

পূর্ববর্তী নিবন্ধরাহুল গান্ধীকে নিয়ে ভেঙে পড়লো মঞ্চ
পরবর্তী নিবন্ধপাপুয়া-নিউগিনিতে ভূমিধসে চাপা পড়ছে ২ হাজারেরও বেশি মানুষ