রাফায় ইসরায়েলি অভিযান এখনও সীমালঙ্ঘন করেনি : যুক্তরাষ্ট্র

রাফায় লড়াইয়ে ৩ ইসরায়েলি সেনা নিহত

| বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে গত রোববার রাফায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। তবে যুক্তরাষ্ট্র মনে করে রাফায় ইসরায়েলের হামলা এখনও সীমালঙ্ঘন করেনি। যদিও এর আগে রাফায় হামলা চালানোকে রেড লাইন বলে উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ক্ষেত্রে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ সীমিত করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। খবর বাংলানিউজের।

৩ ইসরায়েলি সেনা নিহত : বিডিনিউজ জানায়, গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফায় হামাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে মঙ্গলবার রাতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তারা রাফার একটি ভবনে প্রবেশ করলে সেখানে আগে থেকেই পেতে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে মারা যায়। রয়টার্সের খবরে বলা হয়, ওই বিস্ফোরণে আরও তিন ইসরায়েলি সেনা গুরুতর জখম হয়েছেন বলে বুধবার ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। তিন সপ্তাহ আগে গাজার মিশর সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় নগরী রাফায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীআইডিএফ।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানলে পরিণতি হবে গুরুতর
পরবর্তী নিবন্ধপ্রপাগান্ডা লিফলেট ও আবর্জনা নিয়ে উত্তর কোরিয়ার বেলুন দ. কোরিয়ায়