রানার্স আপ হয়েই লিগ শেষ করল ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগের গত আসরে চার নম্বরে ছিল ব্রাদার্স ইউনিয়ন। অথচ বরাবরই তারা শিরোপার লক্ষ্যে দল গড়ে। কিন্তু শিরোপা জেতা আর হয়না। এবারেও যেমন হলোনা। তবে এবারের লিগে নিজেদের উন্নতি করেছে ব্রাদার্স। গত আসরে চতুর্থ হলেও এবারে রানার্স আপ হয়েছে। যদিও বৃষ্টির কারনে শেষ ম্যাচটি জিততে পারেনি। পরিত্যক্ত সে ম্যাচ থেকে একটি পয়েন্ট নিয়ে লিগ শেষ করতে হয়েছে ব্রাদার্সকে। বরারের মত এবারেও ভাল দল নিয়ে লিগে অংশ নিয়েছিল ব্রাদার্স। শুরুটাও করেছিল জয় দিয়ে। প্রথম ম্যাচে হারিয়েছিল সিটি কর্পোরেশন একাদশকে। দ্বিতীয় ম্যাচে ইস্পাহানী স্পোর্টিং ক্লাবকে একরকম উড়িয়ে দিয়েছিল। সে ম্যাচে ইস্পাহানিকে ৬৫ রানে অল আউট করে দিয়ে ম্যাচটি জিতেছিল ব্রাদার্স ১৫৯ রানে। তৃতীয় ম্যাচে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে ব্রাদার্স ৮ উইকেটে। চতুর্থ ম্যাচেও পাইরেটস অব চিটাগাংকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখে ব্রাদার্স।

কিন্তু পঞ্চম ম্যাচে এসে হোঁচট খেল শিরোপা প্রত্যাশি দলটি। রাইজিং স্টার অপ্রত্যাশিতভাবে হারিয়ে দিল তাদের। এরপর টানা তিন ম্যাচে জিতেছে যথাক্রমে আগ্রাবাদ নওজোয়ান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থার বিপক্ষে। যেখানে সবচাইতে বড় বাধা ছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে জয়টা। পরের ম্যাচে এসে চ্যাম্পিয়ন আবাহনীর কাছে অসহায় আত্নসমর্পন করে শিরোপা দৌড় থেকে ছিটকে গেল ব্রাদার্স। শেষ পর্যন্ত ১০ রাউন্ডে মোহামেডানকে হারিয়ে রানার্স আপ ট্রফি নিশ্চিত করে ব্রাদার্স ইউনিয়ন। আর গতকাল ফ্রেন্ডস ক্লাবের কাছ থেকে এক পয়েন্ট পাওয়ায় ১১ ম্যাচ শেষে ব্রাদার্সের পয়েন্ট দাড়াল ২৫। আর তাতেই রানার্স আপ হয়ে শিরোপা জিততে না পারার হতাশায় কিছুটা হলেও সান্ত্বনা খুজে পেল। এরই মধ্যে লিগের হ্যাটট্রিক শিরোপা জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। গতকাল লিগের শেষ রাউন্ডের দ্বিতীয় ম্যাচে এবং নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন এবং ফ্রেন্ডস ক্লাব। সকালে নির্দিষ্ট সময়ে খেলা শুরু হলেও দুই বল যেতে না যেতেই বৃষ্টির কারনে বন্ধ হয়ে যায় খেলা। এরপর বৃষ্টি থামলে সকাল সাড়ে ১১ টায় পুনরায় খেলা শুরু করে আম্পায়াররা। এ যাত্রায় ২৮ বল খেলা হতে পেরেছে। আবার বৃষ্টি এলে বন্ধ হয়ে যায় খেলা। আর খেলার শুরুতেই উইকেট হারায় ব্রাদার্স। দ্বিতীয় ওভারের প্রথম বলে ওপেনার সাদেকুর রহমানকে ফেরান ইমতিয়াজ উদ্দিন। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে ইমতিয়াজ ফেরান শামসুদ্দিন বাপ্পাকে। দুই ওভারে ৬ রানে দুই উইকেট নেই ব্রাদার্সের। এরপর দারুন খেলছিলেন আরেক ওপেনার কপিল উদ্দিন। কিন্তু ৫ ওভারে ব্রাদার্সের রান যখন ২ উইকেট ২৬ তখন আবার শুরু হয় বৃষ্টি। আর সে বৃষ্টি থামেনি। ফলে দুপুর সোয়া দুই টায় দুই আম্পায়ার ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করে। আর তাতে এক পয়েন্ট করে লাভ করে দু দল। ব্রাদার্স দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ কররেও ফ্রেন্ডস ক্লাব ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান লাভ করে লিগ শেষ করে। তারা ৪টি ম্যাচে জিতেছে। এদিকে শিরোপা জিততে না পারলেও রানার্স হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার ওয়াহিদুল আলম শিমুল। তিনি বলেন এবারের লিগে তারা বেশ ভাল দল গড়েছিল। কিন্তু হয়তো ভাগ্য সহায় হয়নি বরে তাদের শিরোপা জেতা হয়নি। আগামীতে আরো ভাল দল গড়ার চেষ্টা করবেন বলেও জানা তিনি।

পূর্ববর্তী নিবন্ধসেপাক টাকরো ওয়ার্ল্ড কাপে সৌদি আরবকে হারিয়েছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআজ শেষ হবে প্রিমিয়ার ক্রিকেট লিগের সব উত্তেজনা