এলাকাবাসীকে জবাবদিহিতার আওতায় আনা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন সড়কে রাত ১০টার পর যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি এই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনেও যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন এ প্রসঙ্গে আজাদীকে বলেন, কোতোয়ালী থানা এলাকায় পরীক্ষামূলকভাবে গত দশদিন ধরে এ কাজটি করা হচ্ছে। সফল হলে অন্যান্য এলাকাতেও করা হবে।
করার কারণ প্রসঙ্গে তিনি বলেন, রাত ১০টার পর থেকে যান চলাচল কমে আসে। আবার কিছু প্রাইভেট কার ও মোটরসাইকেল এই সময়টাতে রেস শুরু করে। এ ধরনের প্রতিবন্ধকতার কারণে এদের গতি কমে আসবে। পাশাপাশি এই ম্যাসেজটা ছড়িয়ে পড়লে মানুষ সচেতন হবে। অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করবে না। অপরাধীরাও সতর্ক হবে। আগে এসব এলাকায় স্ট্যান্ডবাই পুলিশ মোতায়েন রাখতে হতো। এখন মোবাইল পার্টি চক্কর দিয়ে আসলে হবে। আমরা চেরাগী পাহাড় থেকে প্রেস ক্লাব, সিআরবি এলাকা, ইস্পাহানি মোড় থেকে কাজির দেউড়ি মোড়, আটমাসিং মোড়, নেভাল থেকে রেডিসনের সামনে–এ ধরনের কিছু রাস্তায় কখনো এক পাশ, কখনো উভয় পাশে যান চলাচল বন্ধ রাখছি। এর ফলে পুলিশ যে সবসময় মাঠে আছে তারও একটা দৃষ্টান্ত সৃষ্টি হবে বলে মনে করছি।