রাত্রির রন্ধ্রে রাত হাঁটে

মুকুল চৌধুরী | বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ at ৪:৫৮ পূর্বাহ্ণ

তারা সব ঝরে যায় ঝিলে

তবুও তো রাত বেঁচে যায়

রয়ে যায় ছায়া

সব ফুল ঝরে গেলে

রয়ে যায় কায়া।

এক পৃথিবী বঞ্চনা করতলে নিয়ে হাঁটে,

হেঁটে যায় অন্ধ কালা

রাত্রির রন্ধ্রে রন্ধ্রে রাত হাঁটে

কীসের আশায়, কী প্রত্যাশায়?

দূরে দূরে আরো দূরে যেন গন্তব্যহীন গন্তব্যে

হীরের মতো কী

জ্বলজ্বল করে

অবলা কি পারবে ছুঁতে!

পূর্ববর্তী নিবন্ধমাতৃত্ব
পরবর্তী নিবন্ধযুদ্ধের অভিযান