রাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৪:২৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু তাহের (৪৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। গত রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামকঙবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু তাহের একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ মাহছন মেম্বার পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র।

আহত ব্যবসায়ী আবু তাহের জানান, ঘটনার রাতে তিনি বার আউলিয়া দরগাহ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেল গতিরোধ করে এবং কোনো কিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এছাড়া দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে ফেলার চেষ্টা চালায়। এ সময় কঙবাজারমুখী একটি বাসের হেডলাইটের আলো ঘটনাস্থলে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনি দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আমিরাবাদ রাজঘাটা এলাকায় পৌঁছলে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। আহত ব্যবসায়ী লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅভিজ্ঞতা নিতে আর ঝামেলা এড়াতে নভেম্বরে গণভোট চায় জামায়াত
পরবর্তী নিবন্ধদাবি মানতে সরকারকে সময় বেঁধে দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা