রাতের আঁধারে ৪ হাজার ফলদ চারা নষ্ট

২ ব্যক্তি গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে বুধবার গহীনরাতে ৪ হাজার ফলদ চারা নষ্টের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তারা হল স্থানীয় আলী হোসেন (৬২) ও আবদুর রহমান (৪২)। চারা নষ্টকালে বাধা দিতে গিয়ে তাদের দায়ের কোপ ও লাঠির আঘাতে আহত হয়েছেন ২ গ্রামবাসী। আহতরা হলেন মীর মোহাম্মদ (৫৫) ও নুর আহমদ (৬২)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার নুুর আহমদ বলেন, নাইক্ষ্যংছড়ি সদরের চাকঢালা মেহেরপুরের ভাল্লুকমারা ঝিরি নামক এলাকায় প্রবাসী আবদুল গফুরের একটি ফলদ বৃক্ষের বাগান রয়েছে। এ বাগানে প্রায় ১০ হাজার কমলা, লিচু, আম, হলুদ, মাল্টা, কুল চারা রোপণ করেন তার লোকজন। প্রতিবেশী আলি হোসেন গং ষড়যন্ত্রমূলকভাবে বুধবার রাত ১টার পর প্রায় ৫শ চারা কেটে ফেলে। এর আগে একই মহল অন্তত আরো সাড়ে ৩ হাজার বৃক্ষচারা লবণ দিয়ে মেরে ফেলে। ঘটনার পর তাদের স্বজন প্রবাসী হাফেজ আবদুল গফুরের স্ত্রী রেহেনা আক্তার মুন্নি বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হামলার শিকার একজনকে রাতেই উদ্ধার করে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধদাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর
পরবর্তী নিবন্ধঅন্যের স্বর্ণের বার নিয়ে পালালেন ছাত্রলীগ নেতা, পরে গ্রেপ্তার