রাতের অন্ধকারে সিমেন্ট খালাস নিয়ে হাতাহাতি, ফিশিং বোট জব্দ

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

রাতের অন্ধকারে আনোয়ারাচন্দনাইশের সীমানার কাছে শঙ্খের তীরে ফিশিং বোট থেকে সিমেন্ট খালাস নিয়ে স্থানীয় দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত শনিবার গভীর রাতে শঙ্খের চন্দনাইশ প্রান্তে এই ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বিকেলে নৌ পুলিশ ফিশিং বোটটি জব্দ করলেও বোটের মালিকানা নিশ্চিত করতে পারেনি।

স্থানীয়রা জানান, শুক্রবার থেকে শঙ্খ নদীর তীরের চন্দনাইশ প্রান্তে একটি ফিশিং বোট ভাসতে দেখা যায়। পরের দিন শনিবার রাতে একটি পক্ষ বোট থেকে সিমেন্ট খালাস করা শুরু করলে স্থানীয়দের মাঝে সন্দেহ দেখা দেয়। আনোয়ারা প্রান্তের স্থানীয় একটি পক্ষ চন্দনাইশ প্রান্তে গিয়ে সিমেন্ট খালাসের বিষয়ে জানতে চাইলে ওই সময় আনোয়ারা ও চন্দনাইশের উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এলাকার দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। ফিশিং বোট থেকে সিমেন্ট খালাস ও বোটের মালিকানা নিয়ে রহস্য দেখা দেয়। এ সময় স্থানীয়রা আনোয়ারা থানায় খবর দেন। আর পুলিশ বিষয়টি নৌ পুলিশকে জানায়। এরপর গতকাল বিকেলে নৌ পুলিশ বোটটি জব্দ করে তাদের হেফাজতে নিয়ে যায় বলে জানায়। এ নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন দেখা দেয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, এ ব্যাপারে ব্যবস্থা নিতে তারা নৌপুলিশকে জানিয়েছেন। এবিষয়ে নৌপুলিশের এসআই পরিমল বলেন, থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বোটটি জব্দ করেছি। বোটের মালিকানা এখনো নিশ্চিত হয়নি। বোটে কিছু সিমেন্ট পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধস্কুল-কলেজের মতোই এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি, নীতিমালা জারি
পরবর্তী নিবন্ধমশার ব্যাপারে জিরো টলারেন্স