রাতভর অপেক্ষা, সকালে আইভীকে গ্রেপ্তার

নেওয়া হলো কাশিমপুর কারাগারে

আজাদী ডেস্ক | শনিবার , ১০ মে, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। াতভর অপেক্ষার পর গতকাল শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে শহরের দেওভোগের বাসা থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠেন তিনি।

সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে সকাল ১০টায় তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাঈনুদ্দিন কাদিরের আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ, জামিনও চাওয়া হয়নি। তাকে আদালতে তোলা হলে আদালত হত্যা মামলাটিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খবর বিডিনিউজের।

পরে নারায়ণগঞ্জ জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিনি সেখানে কারা তত্ত্বাবধানে থাকবেন।

আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে তাকে কারাগারে আনা হয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার। তিনি বলেন, সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না। শুধু আমাদের কারাগারে আনা হয়েছে এটুকুই বলতে পারছি। আমাদের কিছু প্রসেসিং আছে, সেই প্রসেসিং গুলো সম্পন্ন করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ যায় সদর মডেল থানা পুলিশের একটি দল। গত আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে জেলার অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও আইভী নিজ বাড়িতেই ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি।

এদিকে রাতে আইভীকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের খবরে সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার মানুষ। তারা রাতের আঁধারে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেবেন না বলে স্লোগান দিতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ এলেও এলাকাবাসীর বাধার মুখে তারা পিছু হটেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়ির ভেতরে সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে কথাও বলেন। তবে তিনি রাতে কোথাও যাবেন না বলে জানান। পুলিশ দলটি তখন তার বাড়ির ভেতরেই অবস্থান নেয়। ৬ ঘণ্টা পর স্বেচ্ছায় পুলিশের গাড়িতে ওঠেন তিনি। তাকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময়ও হাজারো নারীপুরুষ তার পক্ষে স্লোগান দেন। রাতভর তারা বাড়ির সামনেই ছিলেন।

২০২২ সালে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হন সেলিনা হায়াৎ আইভী। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আগস্টেই আইভীসহ দেশের ১২টি সিটি মেয়রকে অপসারণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমঙ্গলবার সকলের জন্য উন্মুক্ত হচ্ছে রেলওয়ে হাসপাতাল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড মহাসড়কে দেড় ঘণ্টা অবরোধ, ৫০ কিমি যানজট