রাজস্ব আহরণে দলিল লেখকেরা অগ্রণী ভূমিকা পালন করছে

দলিল লেখক সমিতির সভায় বক্তারা

| বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৯:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা গত সোমবার কোর্ট রোডস্থ সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. আকবর আলী। আয়ব্যয়ের রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি এম. জাহাঙ্গীর আলম। মো. আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এম. মোক্তার আহমদ, কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ মো. আবু তালেব। বক্তব্য রাখেন মো. নূর উদ্দিন চৌধুরী আহমদ আবদুল কাইয়ুম, মোহাম্মদ হাসান, আলমগীর হোসাইন,আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন মো. ইউনুছ, মো. এয়াকুব, মুহাম্মদ মাহবুবুল আলম, গোফরান উদ্দিন, মো. ছগির, মানিক লাল বিশ্বাস, মো. তমিজ উদ্দিন চৌধুরী, মো. এরশাদ উদ্দিন, মো. সেলিম উদ্দিন, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, মো. মামুনুর রশিদ, মো. আকবর, মোহাম্মদ আবু ছৈয়দ, মো. কামাল উদ্দিন, মো. আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন হিরু, কামরুল ইসলাম, মো. সিরাজুল আলম, মো.ওসমান গনি, সিরাজুল ইসলাম হৃদয়, সুমন মজুমদার, মো. শাহজাহান, কাজী রোকনুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দলিল লেখকদের পেশা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, অধিকার আদায়ে ঐক্যের কোন বিকল্প নেই। বক্তারা আরো বলেন, জাতীয় রাজস্ব আদায়ে দলিল লেখকরা অগ্রণী ভূমিকা পালন করলেও দলিল লেখক সমাজ সবসময় অবহেলিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধথ্যালাসেমিয়ায় আক্রান্ত ভাই-বোনের চিকিৎসায় সাহায্যের আবেদন
পরবর্তী নিবন্ধসায়েরা খাতুন