রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা পিছিয়ে থেকে ২০২৩–২৪ অর্থবছর শেষ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে একই সময়ে রাজস্ব আহরণে ১৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। এনবিআরের সাময়িক পরিসংখ্যান বলছে, গত ২০২৩–২৪ অর্থবছরে তিন লাখ ৮২ হাজার ৫০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। সে হিসাবে আগের ২০২২–২৩ অর্থবছরের চেয়ে বেড়েছে ১৫ দশমিক ৪০ শতাংশ। ওই অর্থবছরে রাজস্ব আহরণ হয়েছিল ৩ লাখ ৩১ হাজার ৫০২ কোটি টাকা। গতকাল রোববার এনবিআরের রাজস্ব নিয়ে পর্যালোচনা সভায় গত ২০২৩–২৪ অর্থবছরের রাজস্ব আহরণের সাময়িক হিসাব চূড়ান্ত করা হয়। খবর বিডিনিউজের।
এ বিষয়ে সংস্থার গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক মুহাম্মদ রাশেদুল আলম বলেন, ‘পর্যালোচনা সভায় দেখা গেছে তিন লাখ ৮২ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আহরণের তথ্য এসেছে। প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৪০ শতাংশ।’ সাময়িক এ হিসাবে দেখা যায়, রাজস্ব আহরণ বাড়লেও তা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ২৭ হাজার ৪২৯ কোটি টাকা কম; শতকরা হিসাবে তা ৬ দশমিক ৭ শতাংশ কম।