রাঙামাটির রাজস্থলী উপজেলায় দুই দিনব্যপী বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে। কাপ্তাই ২৩ ইস্ট বেঙ্গল রাঙামাটি রিজিয়নের উদ্যোগে রাজস্থলী আর্মি ক্যাম্পের পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় রাজস্থলী তাইতং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। তাইতংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে পাঁচ কিলোমিটার উপজেলা রড়ইতলা নামক স্থান থেকে পুনরায় তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর ইয়াসির আদনান। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, রাজস্থলী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আশরাফ আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাৎ হোসেন, ইউপি চেয়ারম্যান উথান মারমা, স্বরসতী ত্রিপুর প্রমুখ।