রাজস্থলীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে চন্দ্রঘোনাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে গেছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে থাকা এক যাত্রী আহত হয়। ঘটনার পর থেকে গাড়ি চালক ও হেলপার পলাতক রয়েছে।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য শিমুল দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমি উপস্থিত হই। এ ঘটনায় বাসে থাকা নিশান মারমা নামের এক যাত্রী সামান্য আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া ভাগ্যবশত বাসটিতে যাত্রী কম থাকায় সকলে প্রাণে রক্ষা পেয়েছে। তবে বাসটির চালক ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি। চন্দ্রঘোনা থানার চন্দঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাজাহান কামাল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে আইন বিষয়ক ক্যারিয়ার আড্ডা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে যুবলীগ নেতা গ্রেপ্তার