রাজশাহীর কাছে চট্টগ্রামের হার

| বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

জাতীয় লিগের চলতি মৌসুমে প্রথম চার রাউন্ডে রাজশাহী বিভাগের একমাত্র হার চট্টগ্রাম বিভাগের বিপক্ষে। আসরে নিজেদের প্রথম জয়ও তারা তুলে নিল চট্টগ্রামকে হারিয়েই। আগের দিন গড়া মঞ্চে সহজেই জয়ের বন্দরে পৌঁছে প্রতিশোধটা ভালোই নিয়েছে ফরহাদ রেজা-সানজামুল ইসলামরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর জয় ১৬৬ রানে। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ৪ উইকেটে হেরেছিল তারা। পরের তিন রাউন্ড ড্রয়ের পর এবার তাদের হাতে ধরা দিল জয়। পাঁচ রাউন্ডে এটা চট্টগ্রামের দ্বিতীয় হার। তাদের নামের পাশে জয়ও আছে দুটি। রাজশাহীর জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল তৃতীয় দিনই। ৪১৪ রানের লক্ষ্য তাড়ায় চট্টগ্রাম ২২৬ রান তুলতে হারিয়ে ফেলেছিল ৭ উইকেট। চতুর্থ ও শেষ দিনে ৩ উইকেট হাতে নিয়ে ১৮৮ রানে পিছিয়ে থাকা চট্টগ্রামকে বেশিক্ষণ লড়তে দেয়নি রাজশাহী। মাত্র পাঁচ ওভারের মধ্যেই তারা শেষ করে দেয় প্রতিপক্ষের ইনিংস। তিনটি উইকেটই নেন শফিকুল ইসলাম। তিন ব্যাটসম্যানই হন বোল্ড। দিনের প্রথম ওভারেই এই পেসারের শিকার মেহেদি হাসান রানা। শফিকুল তৃতীয় ওভারে ফেরান হাসান মুরাদ ও শাহিন আলমকে।
এক প্রান্ত আগলে রাখা ইরফান শুক্কুর অপরাজিত থাকেন ৩৯ রান করে। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪টি নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠবার ম্যাচে ১০ উইকেট পূর্ণ করলেন সানজামুল ইসলাম। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে এই বাঁহাতি স্পিনারের হাতেই।

পূর্ববর্তী নিবন্ধব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে জেতেনি কেউই
পরবর্তী নিবন্ধসেরা করদাতা মাহমুদউল্লাহ-তামিম ও সৌম্য সরকার