রাজনৈতিক হতাহতের ঘটনা উদ্বেগের : জাতিসংঘ

‘নির্বাচনে জড়িত হওয়ার ম্যান্ডেট জাতিসংঘের নেই’

| বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ৯:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশে রাজনৈতিক সংঘাতে হতাহতের ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এক প্রশ্নের উত্তরে তার এ মন্তব্য আসে। খবর বিডিনিউজের।

গোয়েন লুইস বলেন, আমার কাছে জানতে চাওয়া হয়েছে রাজনৈতিক সংঘাত ও মানুষের নিরাপত্তার বিষয়টি আমি কীভাবে দেখছি। মে মাসে আমি ঢাকায় আসার পর থেকে গত কয়েক মাসে মানুষ আহত হয়েছেন এবং নিহতও হয়েছেন। সুতরাং এটা নিশ্চিতভাবে উদ্বেগের।

রাজনৈতিক দল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জাতিসংঘ আলোচনা চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, কীভাবে সমাধান করা যায়, সেটা নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মধ্যেই রয়েছে জাতিসংঘ। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি, কথা বলছি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও। যাতে জীবন বাঁচানোর চেষ্টা এবং জীবন রক্ষা করা যায়।

তিনি বলেন, প্রতিবাদ ও সমাবেশ গণতন্ত্রেরই অংশ এবং এটার প্রতি সম্মান দেখাতে হবে। সংলাপ ও সংযোগের পথ তৈরি করতে আহ্বান জারি রাখার আশা রাখি আমরা।

নির্বাচন নিয়ে অতীতের মত সংলাপ আয়োজনের সম্ভাবনার বিষয়ে এক প্রশ্নে ঢাকায় জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, কোনো দেশে নির্বাচনে সম্পৃক্ততার সিদ্ধান্ত আমার কিংবা জাতিসংঘের নয়। এটা আমাদের সিদ্ধান্তের বিষয় নয়, এটা সরকারের বিষয়, তারা কোনো সহযোগিতা চায় কিনা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদ কিংবা কোনো দেশের পক্ষ থেকে সুনির্দিষ্ট অনুরোধ ছাড়া নির্বাচনে জড়িত হওয়ার ম্যান্ডেট জাতিসংঘের নেই। তবে, ‘কোনো উদ্বেগ থাকলে’ তা নিয়ে জাতিসংঘ কাজ করে বলে জানান গোয়েন লুইস। এক্ষেত্রে সংঘাতে না জড়িয়ে সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রতিবেদনের উদাহরণ টানেন তিনি।

আবাসিক প্রতিনিধি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়টি আমাদের কাজেরই অংশ। তবে, বাংলাদেশের নির্বাচনে জড়িত হওয়ার ম্যান্ডেট এই মুহূর্তে জাতিসংঘের নেই।

পূর্ববর্তী নিবন্ধনদীর জমি বিক্রি বা লিজ দেয়া যাবে না
পরবর্তী নিবন্ধগণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ডিনের ব্যাখ্যা চেয়েছে চবি কর্তৃপক্ষ