রাজনৈতিক ও ধর্মীয় বিভেদ সৃষ্টিকারীদের কঠোর শাস্তি দেওয়া হোক

| বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:১৯ পূর্বাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয়কে ম্লান করে দিতে সারাদেশে কিছু দুষ্কৃতকারী রাজনৈতিক ও ধর্মীয় বিভেদ সৃষ্টি করে দেশে অশান্তির সৃষ্টির পাঁয়তারা করছে। গণতান্ত্রিক রাষ্ট্রে মতপার্থক্য থাকবেই কিন্তু সেটাকে প্রতিহিংসায় রূপান্তরিত করে পাড়ায়, মহল্লায় দাঙ্গা হাঙ্গামা করা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় বিভেদ সৃষ্টি করা কোনো দেশপ্রেমিকের কাম্য নহে। আমাদের মনে রাখতে হবে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রীস্টান আদিবাসীসহ সকলের।

ছাত্রজনতার এই বিজয়কে কোনো দুষ্কৃতকারী যেন নসাৎ করে দিতে না পারে সেইজন্য দেশের দায়িত্বশীলদের উচিত হবে দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করা।

আবদুর রহিম

মতিয়ারপোল, কমার্স কলেজ রোড।

পূর্ববর্তী নিবন্ধজঁ ফ্রেদেরিক জোলিও-ক্যুরি : নোবেল বিজয়ী পদার্থবিদ
পরবর্তী নিবন্ধসন্তানদের উচিত মা-বাবা ও গুরুজনদের মান্য করা