ভারত সরকার পরিচালিত স্টেট ব্যাংক অব ইন্ডিয়াকে (এসবিআই) তাদের বিতর্কিত একটি স্কিমের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের জন্য একদিন সময় বেঁধে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বিবিসি জানায়, ইলেক্টোরাল বন্ড নামের বিতর্কিত ওই স্কিমটি বিভিন্ন ব্যক্তি ও কোম্পানিকে অজ্ঞাত পরিচয়ে রাজনৈতিক দলগুলোকে ডোনেশন দেওয়ার সুযোগ করে দিয়েছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এজন্য আরও সময় চেয়েছে। খবর বিডিনিউজের।
তবে মঙ্গলবার শেষ হওয়ার আগেই তাদের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে তথ্য ভাগ করে নিতে হবে। এবং আগামী শুক্রবারের মধ্যে অবশ্যই তাদের এ সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অসাংবিধানিক বলে উল্লেখ করে গত মাসে সুপ্রিম কোর্ট ওই স্কিমটি বন্ধ করার উদ্যোগ নেয়। ভারতে লোকসভা নির্বাচন আসন্ন। কয়েকদিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। এই সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য বড় আঘাত বলেই বিবেচিত হচ্ছে। কারণ, স্কিমের সবচেয়ে বড় সুবিধাভোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। মোদী সরকারই ২০১৮ সালে ইলেক্টোরাল বন্ড স্কিম চালু করে। তখন তারা বলেছিল, স্কিম রাজনৈতিক অর্থ লেনদেনকে আরও স্বচ্ছ করবে। কিন্তু সমালোচকরা বলছেন, বাস্তবে হয়েছে ঠিক তার উল্টো। স্কিম নানা রাজনৈতিক দলকে অর্থ ডোনেশনের বিষয়টিকে আরও অস্বচ্ছ করে তুলেছে। স্কিমে দাতারা এসবিআই ব্যাংকের শাখাগুলো থেকে এক হাজার–এক কোটি রুপি পর্যন্ত বন্ড কিনতে পারেন এবং রাজনৈতিক দলগুলোকে সেগুলো পুনরায় নগদ অর্থে পরিণত করতে দিতে পারেন।










